উপায় একাউন্ট খোলার নিয়ম | How to open Upay Account

উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায় একাউন্ট খোলার নিয়ম নিয়ে ভাবছেন? এখন সকল মোবাইল ব্যাংকিং এর মাঝে উপায় একাউন্ট খোলার নিয়ম সবচেয়ে সহজ। কিভাবে উপায় এজেন্ট রেজিস্ট্রেশন করতে হয় তা নিয়ে আর ভাবতে হবে না।  উপায় অ্যাপের মাধ্যমে অথবা স্মার্টফোনে *২৬৮# ডায়াল করেই উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা যায়।

উপায় একাউন্ট কিভাবে খুলতে হয় তা দেখাতে উপায় একাউন্ট খোলার সহজ দুটি নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আর্টিকেলটি পড়ে How to open Upay Personal Account জানার পাশাপাশি উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম জানতে পারবেন। সঠিক ভাবে অনুসরণ করে আপনি কয়েক মিনিটের মধ্যেই উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে পারবেন।

তাহলে চলুন এই আর্টিকেল থেকে দেখে নেই উপায় একাউন্ট কিভাবে খুলতে হয় এবং উপায় একাউন্ট দেখার নিয়ম। উপায় একাউন্ট খোলার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর্টিকেলটি পড়ে আপনি নিজেই ঘরে বসে উপায় একাউন্ট খুলতে পারবেন, ইনশাআল্লাহ।

উপায় একাউন্ট খোলার নিয়ম | How to open Upay Account

উপায় একাউন্ট খোলার ৩টি নিয়ম রয়েছে-

  1. *২৬৮# ডায়াল করে (শুধু গ্রামীণফোন থেকে)
  2. উপায় অ্যাপ ব্যবহার করে
  3. নিকটস্থ উপায় এজেন্টের মাধ্যমে

উপায় একাউন্ট খুলতে যা যা প্রয়োজন

উপায় একাউন্ট খুলতে হলে যা লাগবে-

  • একটি সচল সিম
  • একটি স্মার্টফোন
  • NID / Smart Card
  • উপায় অ্যাপ
  • এক কপি ছবি (ঐচ্ছিক)

১. বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম | *268# ডায়াল করে উপায় একাউন্ট খোলার নিয়ম

বাটন ফোনে উপায় খোলার নিয়ম খুবই সহজ। তবে এই সুবিধাটি শুধুমাত্র গ্রামীণফোনের সিম থেকে পাবেন। শুধু মাত্র *২৬৮# ডায়াল করার মাধ্যমে আপনি একটা উপায় একাউন্ট খুলে ফেলতে পারবেন।

বাটন ফোনে উপায় খোলার জন্য-

  1. *২৬৮# ডায়াল করুন।
  2. গ্রামীণফোনের কাছ থেকে তথ্য সরবরাহ করার অনুমতি চাইবে।
  3. অনুমতি দিয়ে দিন।
  4. SMS এর মাধ্যমে অস্থায়ী PIN পেয়ে যাবেন।
  5. *২৬৮# ডায়াল করে অস্থায়ী পিন ব্যবহার করে নতুন পিন তৈরি করুন।

ব্যাস, আপনার একটি লিমিটেড একাউন্ট তৈরি হয়ে গেল। লিমিটেড একাউন্টের মাধ্যমে-

  • সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশ ইন করা যাবে।
  • সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।
  • অন্য সার্ভিসগুলো ব্যবহার করতে পরবর্তী ধাপটি সম্পন্ন করতে হবে।
আরো পড়ুন:  নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম - সেরা ২টি পদ্ধতি

উপায় একাউন্টের সম্পূর্ণ সুবিধা ব্যবহার করতে হলে পরবর্তীতে আপনাকে অ্যাপ অথবা উপায় এজেন্টের মাধ্যমে নিজের ছবি আপলোড করতে হবে।

২. অ্যাপের মাধ্যমে উপায় একাউন্ট খোলার নিয়ম | How to Open Upay Account with Mobile App

অ্যাপের মাধ্যমে উপায় একাউন্ট খুলতে;

  1. প্রথমে উপায় অ্যাপ ডাউনলোড করুন
  2. অ্যাপে প্রবেশ করে “REGISTRATION” বাটনে ক্লিক করুন।
  3. আপনার সচল মোবাইল নাম্বার দিন।
  4. অপারেটর সিলেক্ট করুন।
  5. NID Card এর উভয় পাশের ক্লিয়ার ছবি তুলুন।
  6. সেলফি তুলে “Done” অপশনে ক্লিক করুন।
  7. বেসিক ইনফরমেশন দিন।

অ্যাপ দিয়ে উপায় একাউন্ট নিয়ম আরো বিস্তারিতভাবে জানতে নিচের গাইডলাইনটি পড়ে নিন।

১. উপায় অ্যাপ ডাউনলোড: উপায় অ্যাপ দিয়ে উপায় একাউন্ট খুলতে হলে প্রথমে আপনাকে প্লে-স্টোর বা অ্যাপলের আই-স্টোর এ যেতে হবে। সেখানে Upay লিখে সার্চ করে উপায় অ্যাপটি ডাউনলোড করে নিন। আপনি চাইলে এখান থেকেও উপায় অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন।

২. উপায় অ্যাপ রেজিস্ট্রেশন: এবার উপায় অ্যাপটি ওপেন করুন। তারপর “Registration” অপশনে ক্লিক করুন। তারপর “Proceed” বাটন দেখতে পাবেন। সেটিতে প্রেস করে দিন।

অ্যাপ থেকে আপনার ফোনের এক্সেস চেয়ে “While Using This App” লেখাটি ভেসে উঠবে। এটাতে ক্লিক করে ফোনের এক্সেস দিয়ে দিন।

৩. উপায় একাউন্ট নাম্বার দিতে হবে: আপনি যেই সিমে উপায় একাউন্টটি খুলতে চান সেই নাম্বারটি এখানে দিতে হবে।

বি.দ্র: খেয়াল রাখতে হবে যেই নাম্বারে অ্যাকউন্ট খুলবেন সেই সিম যেন এই মোবাইলে থাকে।

যদি আপনি কারো রেফারে একাউন্ট খুলতে চান তবে নীচে রেফার কোড বক্সে কোড বসিয়ে দিবেন। তারপর নীচে “Vefify Your Number” বাটনে প্রেস করুন।

উপায় অ্যাপ পুনরায় আপনার ফোনের এসএমএস দেখার পারমিশন চাইবে। “Allow” করে দিন। অন্যথায় OTP নিবে না।

৪. অপারেটর সিলেক্ট করুন: আপনি যেই অপারেটরের সিমে একাউন্ট খুলছেন সেই অপারেটর সিলেক্ট করে দিন। যেমন, গ্রামীন, বাংলালিংক, রবি, এয়ারটেল ইত্যাদি।

৫. NID Card এর ছবি তুলুন:  আপনার NID Card এর উভয় পাশের ক্লিয়ার ছবি তুলুন। প্রথমে সামনের অংশের তারপর পেছনের অংশের ছবি তুলতে হবে। ছবি তুলা শেষ হলে “Confirm Picture” বাটনে ক্লিক করে দিন।

৬. সেলফি তুলুন: এবার “Verify Face” নামে নতুন ইন্টারফেস আসবে। আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ, সরাসরি আপনার ছবি তুলা হবে। খেয়াল রাখবেন যেন চারপাশে পর্যাপ্ত আলো থাকে। তাহলে ছবি ক্লিয়ার হবে এবং অ্যাপ সহজেই আপনাকে আইডেন্টিফাই করতে পারবে। ছবি তোলার সময় মাথা এদিক সেদিন নাড়ান এবং কয়েকবার চোখের পাতা ফেলুন। তাহলে দ্রুত কাজটি সম্পন্ন হয়ে যাবে। ছবি তোলা হয়ে গেলে “Done” বাটনে ক্লিক করুন।

৭. বেসিক ইনফরমেশন: আপনার বেসিক ইনফরমেশন দেয়ার জন্য নতুন পেজ আসবে। সেখানে আপনার পেশা, জেন্ডার সিলেক্ট করে দিন। নীচের দিকে আপনার ইমেইল আইডি দেয়ার একটি বক্স থাকবে। ইচ্ছে হলে ইমেইল আইডি দিতে পারেন। তবে আমরা রিকমেন্ড করব ইমেইল আইডি দেয়ার জন্য। এতে পরবর্তিতে একাইন্ট সংক্রান্ত সমস্যা হলে কাজে আসতে পারে। সবগুলো তথ্য দেওয়ার পর “Confirm” বাটনে প্রেস করুন।

আরো পড়ুন:  মোবাইল ব্যাংকিং কি | Mobile Banking in Bangladesh

২৪ ঘন্টার মধ্যে “উপায়” কর্তৃপক্ষ SMS এর মাধ্যমে একটি পিন নাম্বার পাঠাবে। সেটি ব্যবহার করে লগইন করা যাবে। এই SMS কারো কারো ক্ষেত্রে ৩/৪ ঘন্টার মধ্যেই এসে পড়ে। আবার কারো একটু বেশি সময় লাগতে পারে।

উপায় অ্যাপ এ লগইন করুন

SMS এর মাধ্যমে পিন নাম্বার পাওয়ার পর-

  • উপায় অ্যাপস ওপেন করুন।
  • “LOGIN” বাটনে ক্লিক করুন।
  • উপায় একাউন্ট নম্বর দিন।
  • SMS এ পাওয়া PIN নম্বরটি বসিয়ে তীর চিহ্নে ক্লিক করুন।
  • “Device Authorisation” নামে একটি উইন্ডো আসলে “Confirm Device” বাটনে ক্লিক করুন।
  • অটোমেটিক OTP ভেরিফিকেশন হয়ে যাবে।
  • আগের PIN নাম্বারটি পুনরায় প্রবেশ করান।

অভিনন্দন! আপনি সফল ভাবে আপনার উপায় একাউন্টে লগিন করতে পেরেছেন।

এবার আপনাকে ব্যক্তিগত PIN নাম্বার তৈরি করতে হবে। লগিন করার সাথে সাথে “Create Your 4 Digit PIN” নামের একটি পেজ আসবে। সেখানে আপনার ব্যক্তিগত গোপন নম্বর অর্থাৎ, পিন নম্বর প্রবেশ করাতে হবে। তবে আপনার ব্যক্তিগত পিন নম্বর তৈরির সময় ২টি নিয়ম মেনে চলতে হবে:

  1. পিন নম্বর “০” অর্থাৎ, “শূণ্য” দিয়ে শুরু করতে পারবেন না। যেমন, 0685, 0749 ইত্যাদি।
  2. একই সংখ্যা ৪ বার ব্যবহার করতে পারবেন না। এবং ক্রমিক নম্বর ব্যবহার করতে পারবেন না। যেমন, 1111, 2222. 1234, 3456, 4321 ইত্যাদি।

পেজটির প্রথম বক্সে নতুন পিন নম্বর এবং ২য় বক্সেও একই পিন নম্বর বসিয়ে “Confirm” বাটনে ক্লিক করে দিন।

ব্যাস, আপনার PIN নম্বর তৈরি হয়ে গেল। এই PIN কখনো কারো সাথে শেয়ার করবেন না।

৩. এজেন্টের মাধ্যমে উপায় একাউন্ট খোলার নিয়ম | উপায় একাউন্ট কিভাবে খুলতে হয়

এজেন্টের মাধ্যমে উপায় একাউন্ট খুলতে হলে নিকটস্থ উপায় এজেন্টের কাছে যেতে হবে। যাওয়ার সময় এগুলো আপনার সঙ্গে নিয়ে নিন-

  • যেই সিমে একাউন্ট খুলবেন সেই সিম।
  • সচল মোবাইল ফোন।
  • NID Card / Smart Card
  • এক কপি পাসপোর্ট সাই ছবি (ঐচ্ছিক। ছবি না থাকলে এজেন্ট আপনার ছবি তুলে নেবে)

উপায় এজেন্ট আপনার সব ডকুমেন্ট চেক করে নিয়ে আপনাকে একটি ফর্ম দিবেন। সঠিক তথ্য দিয়ে সেটি পূরণ করে দিন। তারপর এজেন্ট আপনার যেই সিমে একাউন্ট করবেন সেটিতে একটি OTP কোড পাঠাবেন। তখন এজেন্টকে সেই OTP কোডটি বলুন।

এবার আপনার ফোনে একটি অস্থায়ী পিন নম্বর পাঠানো হবে। আপনার ফোনে *268# ডায়াল করে উপায় একাউন্টে প্রবেশ করলে PIN নম্বর সেট করার অপশন পাবেন। সেখানে নতুন পিন সেট করে নিন। আর হ্যাঁ, পিন নম্বরটি সবসময় গোপন রাখবেন।

উপায় একাউন্ট খোলার অফার

উপায় একাউন্ট খোলার অফার হিসেবে সর্বোচ্চ ৫০ টাকা বোনাস পাবেন, তবে কিছু শর্ত প্রযোজ্য;

  • উপায় একাউন্ট রেজিস্ট্রেশন করে পিন সেট করার ৭ দিনের মাঝে ২০ টাকা বোনাস পাবেন।
  • মিনিমাম ৫০ টাকা ক্যাশ ইন বা এড মানি করলে আরো ১০ টাকা বোনাস যোগ হবে।
  • প্রথমবার নিজের নাম্বারে ৩০ বা তার বেশি টাকা রিচার্জ করলেই উপায় ১০ টাকা বোনাস দিবে।
  • প্রথমবার উপায় দিয়ে বিল পে করলে ১০ টাকা ক্যাশ ব্যাক অফার পাবেন।
আরো পড়ুন:  নগদ একাউন্ট দেখার নিয়ম ও নগদ একাউন্ট কোড (২০২৩)

উপায় app এর সুবিধা

Upay Account এবং উপায় app এর সুবিধার মধ্যে রয়েছে-

  • রেমিট্যান্স আনসার সুবিধা
  • পেওনিয়ার থেকে সরাসরি টাকা উত্তোলনের সুযোগ (বিকাশ থেকে বেশি রেট পাওয়া যায়)
  • ডাটা ছাড়া উপায় অ্যাপ ব্যবহারের সুবিধা
  • মোবাইল ট্রান্সজেকশন
  • ই-কমার্স পেমেন্ট
  • বেতন বিতরণ
  • ইউটিলিটি বিল পরিশোধ
  • মোবাইল রিচার্জ, ইত্যাদি।

উপায় একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

উপায় একাউন্টের টাকা দেখার জন্য-

  • মোবাইলে *268# ডায়াল করুন।
  • এবার 7 লিখে Send অপশনে ক্লিক করুন।
  • নতুন পেজ আসার পর 1 লিখে পুনরায় Send অপশনে চাপ দিন।
  • এবার Enter Your PIN বক্সে আপনার চার ডিজিটের PIN নম্বরটি লিখে Send এ ক্লিক করুন।

ব্যাস, এবার আপনার উপায় একাউন্টের মোট টাকার পরিমাণ দেখতে পারবেন।

উপায় একাউন্টের ক্যাশ আউট চার্জ

দেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবাগুলোর তুলনায় উপায়ের ক্যাশ আউট চার্জ মোটামোটি মানানসই রয়েছে। উপায় থেকে ২ ভাবে ক্যাশ আউট করার সুযোগ রয়েছে।

  1. উপায় এজেন্টের কাছ থেকে।
  2. UCB ব্যাংকের এটিএম বুথ থেকে।

উপায় এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ১৪ টাকা চার্জ করা হয়।

তবে হ্যাঁ, এটিএম বুথ থেকে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে মাত্র ৮ টাকা।

উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

উপায় এজেন্ট একাউন্ট খোলার জন্য আপনার একটি দোকান থাকতে হবে। উপায় এজেন্ট হওয়ার পর আপনার নিকটবর্তী সকল উপায় কাস্টমারকে ক্যাশ ইন ও ক্যাশ আউট সেবা দিতে পারবেন। বিনিময়ে প্রতি হাজার টাকা লেনদেনে ৪ টাকা করে ইনকাম করতে পারবেন।

উপায় এজেন্ট একাউন্ট খুলতে চাইলে উপায় পার্টনার প্রোগ্রামে রেজিস্ট্রেশন করুন। আবেদন দাখিল হওয়ার পর আপনার ব্যবসার লোকেশন এবং গ্রাহক চাহিদা ভেরিফাই করতে উপায় কর্তৃপক্ষ লোক পাঠাবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ১ মাসের মধ্যেই আপনার উপায় এজেন্ট একাউন্ট একটিভ হয়ে যাবে।

উপায় একাউন্টের পিন ভুলে গেলে করণীয়

উপায় একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে আপনার ফোন থেকে *268*7# ডায়াল করে 3 নং অপশন বাছাই করুন অথবা, উপায় কল সেন্টারে ফোন দিন।

উপায় হেল্প লাইন ১৬২৬৮ নাম্বারে ফোন দিলে কাস্টমার সাপোর্ট অফিসার আপনার কাছে NID কার্ডের তথ্য চাইবে। তারপর আপনাকে একটি টেম্পোরারি পিন নম্বর দেয়া হবে।

তারপর *268# ডায়াল করে সেই পিন নম্বরটি দিয়ে লগইন করবেন। লগইন করার পর নতুন পিন নাম্বার সেট করতে পারবেন।

উপায় হেল্পলাইন নাম্বার: ১৬২৬৮

উপায় একাউন্ট খোলা নিয়ে শেষ কথা

সময়ের পরিক্রমায় বাংলাদেশেও মোবাইল ব্যাংকিং সেবা জনপ্রিয় হয়ে উঠেছে। দৈনন্দিন লেনদেন থেকে শুরু করে কেনাকাটার পেমেন্ট সবই এখন করা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। বিকাশ, নগদ, রকেট, উপায় এর মতো প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে কাজ করে যাচ্ছে।

আজকের উপায় একাউন্ট খোলার নিয়ম বিষয়ক আর্টিকেলে আমরা উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা এবং উপায় একাউন্ট দেখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

উপায় একাউন্ট দেখার কোড *268# দিয়ে উপায় একাউন্ট খোলা এবং ব্যালেন্স চেক সবকিছু সহজেই করা যায়। তাছাড়াও উপায় অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলা এবং ব্যবহার করা খুবই সহজ।

আশা করি, উপায় একাউন্ট কিভাবে খুলতে হয় তা আপনারা বুঝতে পেরেছেন। আপনি এখন উপায় মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণের জন্য প্রস্তুত। তাই নিশ্চয় আপনিও এখন উপায় একাউন্ট খুলে ঘরে বসেই লেনদেন করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top