কম দামে ভালো ল্যাপটপ খুঁজছেন? ভালো কনফিগারেশনের সাথে বাজেট মিলিয়ে ল্যাপটপ কেনা বেশ মুশকিল। কিন্তু ল্যাপটপ ছাড়া আজকাল চলাও কঠিন। ল্যাপটপ এমন এক ডিভাইস যা বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে কম বেশি সকল মানুষের জন্য প্রয়োজন।
অফিসিয়াল কিংবা আন-অফিসিয়াল সকল কাজেই এখন ল্যাপটপের ব্যবহার খবু বেশি লক্ষণীয়। অফিসিয়াল কাজে স্টুডেন্টদের পড়ালেখার জন্য বা ঘরে বসে যারা বিভিন্ন কাজ করে থাকেন যেমন- ফ্রিল্যান্সিং, ইউটিউব চ্যানেল ইত্যাদি কাজের জন্য ল্যাপটপ প্রয়োজন হয়।
ল্যাপটপ সহজে বহনযোগ্য, যার কারণে এখন মানুষ ল্যাপটপ কেনার জন্য বেশি আগ্রহী হয়ে উঠেছে। বর্তমানে কম দামে ভালো ল্যাপটপ পাওয়া বেশ কঠিন। ট্যাক্স বৃদ্ধি পাওয়ায় ল্যাপটপের বাজার ঊর্ধ্বমুখী। তবে নরমাল কাজের জন্য চাইলে কম দামে ভালো ল্যাপটপ ২০২৩ সালেও কিনতে পারবেন।
বাজারে বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি কি কাজের জন্য ল্যাপটপ কিনতে চান, সে বিষয়টি জেনে সেই কোয়ালিটি এবং কনফিগারেশনের ল্যাপটপ কেনা ভালো হবে।
আর্টিকেলটিতে ৩০ হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে এমন ৭ টি ভালো মানের লেটেস্ট মডেলের low price laptop in bangladesh নিয়ে আলোচনা করবো, যা আপনাকে কম দামে ভালো ল্যাপটপ কিনতে সহায়ক হবে ইন-শা-আল্লাহ।
একনজরে সম্পূর্ণ আর্টিকেল
কম দামের ল্যাপটপ কেনার আগে যা দেখে নিবেন
একটি মোবাইল কেনার আগে আপনি নিশ্চয়ই অনেক কিছু দেখে নেন! ল্যাপটপ কেনার আগেও আমাদের বেশ কিছু জিনিস দেখে নেওয়া দরকার, নইলে কেনার পর হয়তো ল্যাপটপটিতে আপনার কাজ ঠিকমতো করতে পারবেন না।
ল্যাপটপ কেনার সময় অবশ্যই প্রসেসর দেখে কেনা উচিত। ল্যাপটপের যে দুটি প্রসেসরকে আমরা চিনি AMD এবং Intel, সাধারণত টুটিটাকি কাজের ক্ষেত্রে AMD প্রসেসর ব্যবহার হয় এবং একটু ভারী কাজের ক্ষেত্রে ব্যবহার Intel প্রসেসর ব্যবহার হয়।
আপনার কাজের ধরণ বিবেচনা করে যেকোনো একটি প্রসেসর এর ল্যাপটপ নিয়ে নিতে পারেন। প্রসেসরের মধ্যে বিভিন্ন জেনারেশন আছে। কম বাজেটের মধ্যে যেকোনো একটি জেনারেশন ল্যাপটপ কিনতে পারবেন।
কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ খুঁজতে গিয়ে অনেকে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় কোন কনফিগারেশনের ল্যাপটপ কিনবেন। ল্যাপটপ কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে-
প্রসেসর: ল্যাপটপের প্রায় সকল কিছুই মনিটরিং করে প্রসেসর। প্রসেসর বাছাইয়ের ক্ষেত্রে ইন্টেল নিতে হবে। এমডির সিপিইউ সম্বলিত ল্যাপটপের পারফরমেন্স ইন্টেলের তুলনায় একটু কম থাকে।
র্যাম: ল্যাপটপের আদর্শ র্যাম ৪ জিবি।
ডিসপ্লে: ১৪” ডিসপ্লে সম্বলিত ল্যাপটপ তুলনামূলক হালকা হয় যা সহজে বহন করা যায়। ১৫” বা ১৭” ডিসপ্লে একটু ভারী হয়।
এছাড়াও ল্যাপটপ কেনার সময় স্ক্রিনের কোয়ালিটি, ব্যাটারি লাইফ, সিপিইউ, স্টোরেজ, ইউএসবি পোর্ট ইত্যাদি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে।
কম দামে ভালো ল্যাপটপ ২০২৩ | Low Price Laptop List in Bangladesh
বিগত কয়েক বছর ধরে ASUS, ACER, Dell, HP, Lenovo, Toshiba, Walton বাংলাদেশের ল্যাপটপ মার্কেট ধরে রেখেছে। মূলত কম বাজেটে ভালো ল্যাপটপ তৈরি করাই তাদের এই সাফল্য।
যারা কম বাজেটে ভালো ল্যাপটপ কিনতে চাচ্ছেন, আমার আজকের লেখাটি তাদের জন্য। এখানে উল্লেখ করা ৭ টি কম দামে ভালো ল্যাপটপ এরমূল্য ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা। ল্যাপটপের বিভিন্ন শো-রুমভেদে দামের কিছুটা তারতম্য হতে পারে।
অনেকের ধারনা কম দামের ল্যাপটপ মানে বাজে। আসলে এটি সত্য নয়। যদি মার্কেট ঘুরে সঠিক ধারণা নিয়ে কিনতে পারেন তাহলে কম দামে অনেক ভালো ল্যাপটপ পাওয়া সম্ভব। আসুন কম দামে সেরা ৭ টি ভালো ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
১। Walton Tamarind ZX7 Series
ওয়ালটন দেশীয় একটি ব্র্যান্ড এবং এদের বেশিরভাগ পূণ্য কম মূল্যের। আপনারা যদি কেউ কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে ওয়ালটন এর এই ল্যাপটপ টি কিনতে পারেন। এই সিরিজের একই দামে ৪ টি ভার্সন পাওয়া যাবে।
- ZX3700
- ZX3700A
- ZX3701
- ZX3701A
ল্যাপটপটিতে ১৪ ইঞ্চির HD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটির মধ্যে প্রায় সব রকমের ভালো ভালো হার্ডওয়ার কনফিগারেশন দেওয়া রয়েছে। ল্যাপটপটিতে আপনি মুভি দেখা, ইন্টারনেট চালানো, সাধারণ অফিশিয়াল কাজ ইত্যাদি এগুলো খুব সহজেই করতে পারবেন।
পাওয়ার ব্যাকাপারে জন্য ৪ সেল ব্যাটারি আছে যা বেশ ভালো সময় ধরে (৩ ঘন্ট+) ব্যাকআপ দিবে। ৩৭,৯৫০ টাকার ওয়ালটন ল্যাপটপের এই মডেলটি খুবই সুন্দর, এলিগ্যান্ট এবং অ্যাডভান্সড। কম বাজেটের মাঝে সুন্দর একটি ল্যাপটপটি কিনতে চাইলে অবশ্যই একবার ল্যাপটপটি দেখতে পারেন।
Walton Tamarind ZX7 ল্যাপটপটির ফিচার ডিটেলস-
- ল্যাপটপটিতে Intel® Core i3-7020U প্রসেসর রয়েছে
- ডিসপ্লে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চি
- র্যাম ৪ জিবি (এটি দ্রুত এবং ফাস্ট কাজ করবে)
- এর গ্রাফিক্স কার্ড Intel HD Graphics 500 (সাধারণ গেমিং করা যাবে)
- ল্যাপটপটিতে ৩৮ ডব্লিউএইচ ব্যাটারি রয়েছে (ব্যাটারি ব্যাক আপ ভালো পাবেন)
- Hard Disk: ৫১২ জিবি – ১ টেরাবাইট
- ডিসপ্লে রেজুলেশন: ১৩৬৬ X ৭৬৮
- বডি ডাইমেনশন: Height: 24.4mm Width: 340mm Depth: 248.3mm
- বডি কালার: কালো ও গ্রে কালার
- ওয়েব ক্যাম: VGA 0.3 মেগাপিক্সেল, এইচডি
- অপারেটিং সিস্টেম: Win-10 Home
- ওজন: ১.৯৭ কেজি
- ওয়ালটনের এই ল্যাপটপের সাথে দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন।
ওয়ালটন Tamarind ZX7 Series ল্যাপটপের মূল্য: ৩৭,৯৫০ টাকা।
২। HP 15s-du3611TU
বিগত কয়েক দশক যাবৎ ল্যাপটপের বাজারে এইচপি একটি জনপ্রিয় ব্র্যান্ড। আজকের কম দামে ভালো ল্যাপটপ ২০২৩ তালিকার ২য় স্থানে থাকছে জনপ্রিয় এইচপি ব্র্যান্ডের HP 15s-du3611TU মডেল ল্যাপটপ।
ল্যাপটপটি বেশ স্লিম ভাবে তৈরি করা হয়েছে। সেই সাথে উন্নত মানের ফিচার এবং কনফিগারেশন রয়েছে। ৪ জিবি র্যাম এবং ইন্টেলের গ্রাফিক্স কার্ড থাকায় পারফর্মেন্স বেশ ভালো পাবেন।
ওয়েব ডেভেলাপমেন্ট, গ্রাফিক ডিজাইন ও ফ্রিলান্সিং বিষয়ক কাজগুলো অনায়াসে করা যাবে। অনেক ভারী কাজ করতে হলে SSD লাগানোর সুবিধাও রয়েছে। তাই SSD লাগিয়ে নিলে আরো ফাস্ট কাজ করতে পারবেন।
এই ল্যাপটপে সাধারন গেমিং, ইন্টারনেট ব্রাউজিং, অফিশিয়াল কাজ করতে পারবেন। ৩ সেলের লিথিয়াম ব্যাটারি থেকে সর্বোচ্চ ৭ ঘন্টার মতো ব্যাক আপ পাবেন। তাছাড়া এটাতে হিটিং ইস্যু প্রায় নাই বললেই চলে।
তাই কম দামের মধ্যে যারা ভালো এবং ইফিশিয়েন্ট ল্যাপটপ কিনতে চাচ্ছেন, HP 15s-du3611TU মডেলটি তাদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে।
HP 15s-du3611TU ল্যাপটপটির ফিচার ডিটেলস-
- ল্যাপটপটির প্রসেসর Intel Core i3-1125G4
- ডিসপ্লে দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি, FHD (1920 x 1080)
- ডিসপ্লে রেজুলেশন: ১৯২০ X ১০৮০
- র্যাম ৪ জিবি (সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
- এর গ্রাফিক্স কার্ড Intel UHD Graphics (গেমিং ও মাল্টিটাস্কিং করা যাবে)
- ল্যাপটপটিতে 3 cell, 41 WH Li-ion ব্যটারি রয়েছে (সর্বোচ্চ ৭ ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পাবেন)
- Hard Disk- ১ টেরাবাইট, ৫৪০০ আরপিএম
- বডি ডাইমেনশন: 35.85 x 24.2 x 1.99 সে.মি.
- বডি কালার: Black
- ওয়েব ক্যাম: HP True Vision 720p HD
- অপারেটিং সিস্টেম: Windows 11 Home
- ওজন: ১.৭৫ কেজি
- এই ল্যাপটপে পাবেন ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি
HP 15s-du3611TU Core i3 11th Gen মডেল ল্যাপটপ এর বর্তমান দাম: ৫৪,৫০০ টাকা।
৩। Asus VivoBook X540YA (AMD E1 6010)
আপনি যদি Asus এর একটি ল্যাপটপ কিনতে চেয়েও কম বাজেট থাকার কারণে কিনতে না পারেন তবে আপনার জন্য রয়েছে ASUS VIVOBOOK E410MA মডেলের ল্যাপটপ, যা সাধ্যের মধ্যে কিনে নিতে পারবেন।
ASUS VIVOBOOK E410MA ল্যাপটপের মধ্যে প্রায় সব ধরনের ভালো হার্ডওয়ার ও কনফিগারেশন দেওয়া রয়েছে। তাছাড়া ল্যাপটপটিতে মুভি দেখা, ইন্টারনেট চালানো ও সাধারণ অফিশিয়াল কাজ সহজেই করতে পারবেন।
এই ল্যাপটপের ডিজাইন আকর্ষণীয় এবং দেখতে অনেক হালকা দামি ল্যাপটপ এর মত দেখায়। এই ল্যাপটপের আরো একটি সুবিধা হচ্ছে এতে ব্লু লাইট লেভেল অনেক কমিয়ে দেওয়া হয় যার ফলে আপনার চোখে স্কিনের খারাপ প্রভাব পড়ে না। হাই গ্রাফিক্স গেমিং ছাড়া প্রায় সব ধরনের কাজ এই ল্যাপটপে করতে পারবেন।
ASUS VIVOBOOK E410MA ল্যাপটপটির ফিচার ডিটেলস-
- ল্যাপটপটিতে Intel Celeron N4020 Processor প্রসেসর ব্যবহার করা হয়েছে
- ডিসপ্লে দেওয়া হয়েছে 14.0” FHD Display
- র্যাম: 4GB DDR4 RAM
- এর গ্রাফিক্স কার্ড: Intel UHD Graphics 600
- ল্যাপটপটিতে 2 cell ব্যাটারি রয়েছে (Upto 4 Hours ব্যাটারি ব্যাক আপ পাবেন)
- Hard Disk: 256GB PCIE G3 SSD
- ডিসপ্লে রেজুলেশন – 1920 x 1080
- বডি ডাইমেনশন: 32.54 x 21.60 x 1.99 ~ 1.99 cm
- বডি কালার: PEACOCK BLUE
- ওয়েব ক্যাম: VGA webcam
- অপারেটিং সিস্টেম: Windows 10
- ওজন- 1.6 কেজি
- 2 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি
ASUS VIVOBOOK E410MA ল্যাপটপটির বর্তমান প্রাইস ইন বাংলাদেশ: ৪৬,৫০০ টাকা।
৪। Acer Aspire 3 A315-58
কম বাজেটে পাওয়ারফুল প্রসেসর পেতে Acer এর বিকল্প কমই পাওয়া যাবে। তেমনই একটি ল্যাপটপ হলো Acer Aspire সিরিজের Acer Aspire 3 A315-58 মডেলটি।
আপনি যদি ভালো হার্ডওয়্যার, কনফিগারেশন খুঁজেন তবে এই ল্যাপটপটি দেখতে পারেন। ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি SSD স্লট থাকায় ল্যাপটপটি খুব ফাস্ট কাজ করবে।
ইন্টেলের গ্রাফিক্স কার্ড ও ফুল এইচডি+ ডিসপ্লে থাকায় মুভি দেখা ও গেম খেলার সময় ভালো এক্সপেরিয়েন্স পাবেন। অফিশিয়াল কাজ, ইন্টারনেট ব্রাউজিং, ফ্রিল্যান্সিং কাজগুলোও রেগুলার করা যাবে।
ল্যাপটপের ৩৬.৭ ওয়াটের ব্যটারি থেকে কয়েক ঘন্টা ব্যাকআপ পাবেন। তাই স্বল্প বাজেটে এতসব সুবিধা একসাথে পেতে Acer Aspire 3 A315-58 মডেল ল্যাপটপটি দেখতে পারেন।
Acer Aspire 3 A315-58 ল্যাপটপটির ফিচার ডিটেলস-
- ল্যাপটপটির প্রসেসর Intel Core i3-1115G4
- ডিসপ্লে দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি, FHD (1920 x 1080) LED
- র্যাম ৮ জিবি (এটি দ্রুত এবং ফাস্ট কাজ করবে)
- Hard Disk- ৫১২ জিবি SSD
- গ্রাফিক্স কার্ড Intel UHD Graphics
- ল্যাপটপটিতে 2 cell, 36.70 Wh Li-ion ব্যটারি রয়েছে (দীর্ঘসময় ব্যাকআপ দিতে পারে)
- ডিসপ্লে রেজুলেশন ১৯২০ X ১০৮০
- HD ওয়েব ক্যাম
- অপারেটিং সিস্টেম: Windows 11 Home
- ল্যাপটপটিতে স্ট্যান্ডার্ড কি-বোর্ড এবং টাচপ্যাড রয়েছে।
- বডি কালার: Pure Silver
- ওজন: ১.৭০ কেজি
- এই ল্যাপটপে পাবেন ২ বছরের ওয়ারেন্টি
Acer Aspire 3 A315-58 ল্যাপটপ এর বর্তমান মূল্য ৫০,৫০০ টাকা।
৫। Lenovo IdeaPad Slim 3i
কম দামে ভালো ল্যাপটপ দেওয়ার জন্য লেনেভো একটি পরিচিত নাম। যারা কম দামে ভালো ডিজাইন ও কনফিগারেশনের ল্যাপটপ কিনতে চান তাদের জন্য Lenovo IdeaPad Slim 3i মডেল ল্যাপটপটি তালিকায় রাখা হয়েছে।
ল্যাপটপটির রিফ্রেশিং এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন প্রথমেই নজর কাড়বে। সুন্দর পাতলা (Thin) বডিতে মিনিমালিস্টিক ডিজাইন বেশ মানানসই হয়েছে।
৪ জিবি র্যাম এবং ফুল এইচডি+ ডিসপ্লে, সেই সাথে ইন্টেলের 10th জেনারেশন প্রসেসর ল্যাপটপের পারফর্মেন্সে অনেক বাড়িয়ে দিবে। ডিভাইসটির সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার এবং অসাধারন।
ল্যাপটপে প্রয়োজনীয় সকল কাজ নির্বিঘ্নে করা যাবে। তবে উচ্চ-গ্রাফিক্সের গেমিং করার জন্য উপযুক্ত নয়। সেই সাথে বাজেট বিবেচনায় ল্যাপটপের ডিসপ্লে আরো ভালো হতে পারতো।
আপনি যদি স্লিম এবং স্বল্প ওজনের ল্যাপটপ খুঁজে থাকেন তবে Lenovo IdeaPad Slim 3i Core i3 10th Gen ল্যাপটপটি আপনার জন্য পারফেক্ট হবে।
Lenovo IdeaPad Slim 3i ল্যাপটপটির ফিচার ডিটেলস-
- ল্যাপটপটিতে Intel Core i3-1005G1 প্রসেসর রয়েছে
- ডিসপ্লে দেওয়া হয়েছে 15.6″ FHD
- র্যাম: 4 GB, DDR4 RAM
- এর গ্রাফিক্স কার্ড Intel UHD Graphics
- ল্যাপটপটিতে 35 Wh ব্যটারি রয়েছে
- Hard Disk- ২৫৬ গিগাবাইট, ৫৪০০ আরপিএম
- ডিসপ্লে রেজুলেশন ১৯২০ X ১০৮০
- বডি কালার: Platinum Grey
- ওয়েব ক্যাম: 720p
- অপারেটিং সিস্টেম: Windows 11 Home
- ওজন: ১.৭০ কেজি
- এই ল্যাপটপে পাবেন ৩ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি
Lenovo IdeaPad Slim 3i Core i3 10th Gen ল্যাপটপ এর বর্তমান মূল্য: ৪৭,৫০০ টাকা।
৬। Asus Vivobook X515MA
আপনার বাজেট যদি ৫০ হাজারের নীচে থাকে এবং একটি ভালো কনফিগারেশনের ল্যাপটপ কিনতে চান তবে Asus আপনাকে সেই সুযোগ দিচ্ছে। Asus Vivobook X515MA মডেল ল্যাপটপের দাম আপনার সাধ্যের মধ্যে থাকায় সহজেই কিনতে পারবেন।
ল্যাপটপে Intel Celeron N4500 প্রসেসর ব্যবহৃত হয়েছে যা দ্রুত অপারেশন প্রসেস করতে পারে। ৪ জিবি র্যাম এবং ১ টেরাবাইটের হিউজ স্টোরেজ থাকায় ডিভাইটি ফাস্ট কাজ করে।
ডিভাইসটিতে ভালো মানের হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে এবং কনফিগারেশনও বাজেটের সাথে মানানসই। এর স্লিম বডি এবং ওজনে হালকা হওয়ায় সহজে পরিবহণ করা যায়।
ইন্টারনেট ব্রাউজিং, অফিশিয়াল কাজ, ডিজাইন ও এডিটিংয়ের কাজ সুন্দর ভাবে করা যাবে। যদি অনেক ভারী কাজ করতে হয় তবে র্যাম এবং এসএসডি বাড়িয়ে নিলে বেস্ট পারফর্মেন্স পাবেন।
৩৭ ওয়াটের ব্যটারিটি ৪ ঘন্টার মতো ব্যাক আপ দিতে পারে। ব্যাটারির জন্য ১ বছরের ওয়ারেন্টিও রয়েছে। তবে ল্যাপটপের জন্য ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন।
Asus Vivobook X515MA ল্যাপটপটির ফিচার ডিটেলস-
- ল্যাপটপটির প্রসেসর: Intel Celeron N4500
- ডিসপ্লে দেওয়া হয়েছে: ১৫.৬ ইঞ্চি HD
- ডিসপ্লে রেজুলেশন: ১৩৬৬ X ৭৬৮
- র্যাম ৪ GB DDR4
- গ্রাফিক্স কার্ড: Intel UHD Graphics 600
- ল্যাপটপটিতে 37 WH ব্যটারি রয়েছে
- Hard Disk- ১ টেরাবাইট
- ল্যাপটপে Chiclet Keyboard এবং Touchpad ব্যবহারের সুবিধা রয়েছে
- বডি কালার: Transparent Silver
- ওয়েব ক্যাম: VGA Webcam
- অপারেটিং সিস্টেম: Windows 11 Home
- ওজন: ১.৮০ কেজি
- এই ল্যাপটপে পাবেন ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি (তবে ব্যাটারির ওয়ারেন্টি ১ বছর)
Asus Vivobook X515MA Celeron N4500 মডেল ল্যাপটপটির বর্তমান প্রাইস ইন বাংলাদেশ: ৪৩,৫০০ টাকা।
৭। Dell Latitude 15-3520
ল্যাপটপ কেনার ক্ষেত্রে যারা ব্র্যান্ডকে গুরুত্ব দিয়ে থাকেন Dell তাদের অন্যতম পছন্দের একটি ব্র্যান্ড। ডিজাইন, পারফর্মেন্স, কনফিগারেশন ইত্যাদিতে Dell এর জুড়ি মেলা ভার।
ডেল ব্র্যান্ড পছন্দের হলেও বাজেট স্বল্পতায় অনেকে এই ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে পারেন না। তাই আজকের তালিকায় ডেল এর একটি ল্যাপটপকেও রেখেছি যেটি আপনি স্বল্প বাজেটে কিনতে পারবেন।
Dell Latitude 15-3520 ল্যাপটপে সিম্পল ডিজাইন এবং পাওয়ারফুল হার্ডওয়্যার রয়েছে। ৪ জিবি র্যাম দ্রুত ও ফাস্ট কাজ করতে সাহায্য করবে।
ল্যাপটপের কনফিগারেশানের দিকে নজর দিলে বুঝা যায়, প্রফেশনাল কাজ, ইন্টারনেট ব্রাউজিং, ডিজাইন ও ডেভেলাপমেন্ট, কোডিং প্র্যাকটিস ইত্যাদি অনায়াসে করতে পারবেন। ১৫.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লের মাধ্যমে মুভি দেখা এবং কনটেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে বেস্ট এক্সপেরিয়েন্স পাবেন।
৩ সেলের ৪২ ওয়াটের ব্যাটারির মাধ্যমে লম্বা সময় ব্যাক আপ পাবেন। তাই সাধ্যের মধ্যে ভালো ল্যাপটপ কিনতে চাইলে Dell Latitude 15-3520 ল্যাপটপটি কিনতে পারেন।
Dell Latitude 15-3520 ল্যাপটপটির ফিচার ডিটেলস-
- ল্যাপটপে Intel Core i3-1115G4 প্রসেসর রয়েছে
- ডিসপ্লে: ১৫.৬ ইঞ্চি এইচডি (1366 x 768)
- র্যাম ৪ জিবি (দ্রুত এবং ফাস্ট কাজ করবে)
- গ্রাফিক্স কার্ড: Intel UHD Graphics
- ল্যাপটপটিতে 3 cell, 42 Wh ব্যটারি রয়েছে (লম্বা সময় ব্যাটারি ব্যাক আপ পাবেন)
- Hard Disk- ১ টেরাবাইট
- ডিসপ্লে রেজুলেশন: ১৩৬৬ X ৭৬৮
- ওয়েব ক্যাম: এইচডি 720p
- বডি কালার: Black
- ওজন: ১.৭৯ কেজি
- এই ল্যাপটপে 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি (ব্যটারি ১ বছরের)
Dell Latitude 15-3520 Core i3 1115G4 মডেল ল্যাপটপ এর বর্তমান মূল্য: ৫৪,৮০০ টাকা।
কম দামে ভালো ল্যাপটপ নিয়ে শেষ কথা
বর্তমান বিশ্বে করোনা কালীন সময়ে অনেকের জব হারানোর ফলে বা বাহিরে বের না হতে পেরে ঘরে বসে বিভিন্ন আউটসোর্সিং কাজের প্রতি মানুষের বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে ল্যাপটপ বা কম্পিউটার কেনার চাহিদাও বেড়েছে।
ল্যাপটপ সহজে বহনযোগ্য যার কারণে সকলে কম্পিউটার এর পরিবর্তে ল্যাপটপ কিনতে চান। অনেকের বেশি বাজেটের ল্যাপটপ কেনার সামর্থ্য থাকে না।
সেক্ষেত্রে আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা উপরে বিবরণ দেওয়া সাতটি ল্যাপটপ থেকে যে কোন একটি পছন্দ করে কিনে নিতে পারেন।
এই ল্যাপটপগুলোর কনফিগারেশন ভালো এবং ভালো কোম্পানির। যেকোনো ল্যাপটপ শোরুমে এগুলো পেয়ে যাবেন। এই ল্যাপটপ গুলো দিয়ে সাধারনত সব কাজেই ভালোভাবে করতে পারবেন।
বর্তমান অনলাইনে যুগে অফলাইন অনলাইন দুভাবেই ল্যাপটপ ক্রয় করা যায়। আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও ল্যাপটপ কিনতে পারবেন।
ল্যাপটপ কেনার ক্ষেত্রে মার্কেট যাচাই করে উপরে উল্লেখ করা সেরা ৬টি কোম্পানির যেমন, ASUS, ACER, Dell, HP, Lenovo, Walton এর যেকোনো একটি পছন্দের ব্রান্ড থেকে কম দামে খুব সহজেই ভালো ল্যাপটপ কিনতে পারবেন।
আমি hp 15 কিনতে চাই অফিসের কাজ হালকা পাতলা গ্রাফিক্স ডিজাইন ও কাজ করতে চাই এখন কি এটা আমার জন্য ভালো দয়া করে বলবেন নাকি অন্য গুলো ভালো হবে,,,
জ্বি, আপনার এসব কাজের জন্য এই ল্যাপটপ ভালো হবে।