কোষ ও কোষের গঠন – ছন্দে ছন্দে জীব বিজ্ঞান

কোষ কোষের গঠন

জীব বিজ্ঞানের অত‌্যন্ত গুরুত্বপূর্ণ অধ‌্যয় কোষ ও কোষের গঠন। জীব বিজ্ঞানের উদ্ভিদ অংশের সারাংশ বলা হয় কোষ ও কোষের গঠন অধ‌্যয়কে। তাই, জীব বিজ্ঞান ভালো করতে হলে তোমাকে অবশ‌্যই এই অধ‌্যয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। উদ্ভিদ বিজ্ঞানের প্রাণ কোষ ও কোষের গঠন থেকে প্রায় সব ধরনের পরীক্ষাতেই প্রশ্ন আসে।

এখানে শুধু জীব বিজ্ঞানের উদ্বিদ অংশই নয় বরং প্রাণি বিজ্ঞান নিয়েও আলোচনা করা হয়েছে। ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন – জীব বিজ্ঞানের এমন সব টপিক নিয়ে এখানে আলোচনা এছ, যা একজন প্রাণিবিদ, উদ্ভিদবিদ, বায়োটেকনোলজিস্ট সকলের দৈনন্দিন কাজে লাগে। ডাক্তার এর কথা কিন্তু বলি নাই, জানি এটা তোমরা ভালোই জানো যে, ডিএনএ মানেই ডাক্তারি ব‌্যাপার।

যেকারনে এত কথা বলা- আমার ব‌্যাক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা অনুধাবন করি- কোষ ও কোষের গঠন অধ‌্যয় কে বুঝতে না পেরে উদ্ভিদ বিজ্ঞান তথা জীব বিজ্ঞানের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছিলাম।

কোষ ও কোষের গঠন বুঝতে না পারার যথেষ্ট কারণ ছিল, এই অধ‌্যয়ের মতো তথ‌্য বহুল অধ‌্যয় খুব সম্ভবত আর একটিও নেই। তাই বারবার ভুলে যাওয়ায় আমরা জীব বিজ্ঞান পড়াই ছেড়ে দেই।

কিন্তু তোমাদের যেন জীব বিজ্ঞানের সাথে এমন খারাপ র্দশ‌্য দিয়ে পরিচয় না হয়, তাই আমার ছোট্র একটা প্রচেষ্টা। আশা করি পড়াশেষে ভাইয়াকে একটা ধন‌্যবাদ দিতে তোমার ইচ্ছে করবে। তাহলে শরু করা যাক;

কোষ নিংসৃত রাসায়নিক পদার্থ মনে রাখার ছন্দ

“PEN” দিয়ে কোষ নিংসৃত হচ্ছে

  • P=পিগমেন্ট
  • E=এনজাইম
  • N=নেকটার
আরো পড়ুন:  অ্যামাইনো এসিড মনে রাখার ছন্দ - কোষ রসায়ন

কোষ এর ঝিল্লিবদ্ধ অঙ্গাণু সমূহ এর ছন্দ 

“মা এরা পাগল শুধু ভ্যা ভে করে”
  • মা-মাইটোকন্ড্রিয়া
  • এরা – এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
  • পা-পারঅক্সিসোম
  • গ-গলজি বডি
  • ল-লাইসোসোম
  • ভ্যা-ভ্যাকুল
  • ভে-ভেসিকল

“DNA অনুলিপনের এনজাইম”

“মনে করো, শাপলা নামে তোমার একটা বান্ধবী আছে, সে তোমাকে না দিয়েই তোমার সামনে কিছু একটা খাচ্ছে ( কত্ত বড় খারাপ! ) তোমার খুব রাগ হল, তুমি মনে মনে তাকে দিয়ে দিলা একটা অভিশাপ।
ব্যাস, তোমার কাজ শেষ…এবার মনে করো শাপলা শুধু দৌড়ের পরে আছে, i mean ছোট ঘরে দৌড়াচ্ছে, তাহলে, তোমার এই কাহিনী থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম,
“পাপে শাপলা গাহে” ব্যাস- হয়ে গেছে, এই লাইনের মধ্যেই আছে- DNA অনুলিপনের গুরূত্বপূর্ণ এনজাইম গুলোর নাম ! যেমন-
পাপের-২ টা প তে – পলিমারেজ ১ ও পলিমারেজ ৩
  • শাপলার- শা তে SSBP
  • প- প্রাইমেজ
  • লা – লাইগেজ
  • গ – গাইরেজ
  • হ – হেলিকেজ
এই তো, হয়ে গেল নাম গুলো ।
কোষ ও কোষের গঠন - জীব বিজ্ঞান
ডিএনএ; কোষ ও কোষের গঠন; জীব বিজ্ঞান

ডিএনএ অনুলিপন এনজাইমের গুরুত্বপর্ণ কাজ

লাইগেজের ল, আর ল তে- “লাগানো” i mean জোড়া লাগানো tongue emoticon
প্রাইমেজের প, আর প তে- প্রাইমার যুক্ত করবে,,,
হেলিকেজের হ, আর হ তে হেলিক্সের বন্ধন, হালকা করে দিবে- মানে খুলে দিবে tongue emoticon
আর, মনে রাখবে, গাইরেজ একট গাধাঁ - সে একবার
DNA অনুলিপনের অতি পাক খুলে দিবে, এবং আবার তৈরি করবে।
পলিমারেজ -1 এর প, আর প তে ,,,ফাঁকা স্থান পূরণ করে।

এইতো শেষ। আশা করি- এখন আর DNA অনুলিপনের এনজাইম নিয়ে তোমাদের আর কোন সমস্যা থাকবে না।

[quads id=6]

“স্টপ কোডন”

RNA তে চার ধরণের নাইট্রোজেন বেস আছে, (যেমনঃ A, G, C, U ) এই 4 টি থেকে যেকোন 3 টি নিয়ে একটি করে কোডন হয়।  tips: কোডন তিন বর্ণের শব্দ, তাই প্রতিটি কোডন হবে 3 টি বেস নিয়ে, (অর্থাৎ ট্রিপলেট ) আর, একটি কোডন একটি অ্যামাইনো এসিড কে নির্দেশ করে।

আরো পড়ুন:  মানবদেহের ২০৬ টি হাড়ের নাম | মানব দেহের অস্থি মনে রাখার কৌশল

তাহলে, 4 টি থেকে যেকোন 3 টি নিয়ে কতগুলি কম্বিনেশন হতে পারে? 4^3 টি মানে …64 টি কোডন হয়। এর মধ্যে, 61 টি কোডন অ্যামাইনো এসিড তৈরি করতে পারে…বাকী 3 টি কোডন পারে না। এই 3 টি কোডন কে বলা হয় স্টপ কোডন। এরা, অ্যামাইনো এসিড, তথা প্রোটিন তৈরি করতে পারে না।

প্রশ্ন কিভাবে হবে?

১. নিচের কোনটি স্টপ কোডন নয় ?
  1.  UAA
  2.  UAG
  3.  UGA
  4.  AUG
২. নিচের কোন কোডনটি অ্যামাইনো এসিড তৈরি করতে পারে ?
  1.  UAG
  2.  AUG
  3.  UAA
  4.  UGA
মনে রাখার টিপস: স্টপ কোডন 3 টি হল-
  • UAA = U Are Annoying.
  • UGA = U Go Away
  • UAG = U Are Gone.
( আমরা স্টপ কোডন UAA, UGA, UAG চাই না, তাই তারা চলে যাক, কি বলো? )
 
এই তিনটি স্টপ কোডনের নাম আরেকটি টিপসে মনে রাখতে পারো
  • UAA = United Arab Amirats
  • UAG = AG তে আর্জেটিনা
  • UGA = GA তে জার্মানী
অর্থাৎ, আরব আমিরাত, আর্জেটিনা এবং জার্মানী এই তিনটি দেশ হল “স্টপ কোডন”। আশা করি, এখন আর কেউ স্টপ কোডন ভূল করবা না ।

নিচের প্রশ্নটির উত্তর দাও তো দেখি? দেখি কে কে পারো

৩. নিচের কোন কোডনটি ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু করার নির্দেশ প্রদান করে ?

  1.  UUU
  2.  UUA
  3.  AUC
  4.  AUG

যেসব কোষ কখনও বিভাজিত হবে না তা মনে রাখার ছন্দ :  “পলাস ”

  • প = পেশিকোষ
  • লা = লাল রক্ত কোষ
  • স = স্মায়ু কোষ
  • স = স্থায়ী উদ্ভিদ কোষ

শরীরের বিভিন্ন একক গুলো 

১। শরীরের একক- কোষ
২। স্নায়ুতন্ত্রের একক- নিউরন
৩। রেচনতন্ত্রের একক- নেফ্রন
৪। ফুসফুসের একক- আলভিওলাস
৫। শুক্রাশয়ের একক-সেমিনিফেরাস টিউবিউল
৬। অস্থির একক- অস্টিওসাইট
৭। তরুনাস্থির একক- কন্ড্রোসাইট

৮। যকৃতের একক- ষড়ভুজাকার হেপাটোসাইট

গলগি বস্তুর যত নাম:

  1. গলগি বডি
  2. গলগি কমপ্লেক্স
  3. গলগি এপারেটাস
  4. গলগি ম্যাটেরিয়ালস
  5. ডিকটিওসোম
  6. ইডিওসোম
  7. লিপোকন্ড্রিয়া
আরো পড়ুন:  কেমন হয় মৌমাছিদের জীবনধারা, সমাজব্যবস্থা? (প্রাণীর আচরণ, জীববিজ্ঞান ২য় পত্র)

Translation | ট্রান্সলেশন

Translation হচ্ছে RNA থেকে প্রোটিন, পলিপেপটাইড এবং পেপটাইড তৈরির পদ্ধতি। এখানে কোন initiating নিওক্লিওটাইড লাগেনা, এটা মূলত হয় সাইটোসলে

Transcription ‍| ট্রান্সক্রিপশন

  • Transcription হচ্ছে DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়া। এখানে Initiating নিওক্লিটাইড দরকার হয়।
  • RNA Polymerase এনজাইম কাজ করে
  • কোন প্রাইমার প্রয়োজন হয় না।

কোষ ও কোষের গঠন-ই বলো আর জীব বিজ্ঞান এর কথাই বলো, সহজ করে পড়তে ছন্দের বিকল্প নেই। তুমি যদি নিজের মতো ছন্দ বানাতে পার, সেটি সবচেয়ে ভাল হবে মনে রাখার জন‌্য।

তবে জীব বিজ্ঞান জুড়ে এত  তথ‌্য যে তোমরা পড়বে নাকি ছন্দ বানাবে ! তাই তোমাদের জীব বিজ্ঞানকে যেন ভয় পেতে না হয় সেজন‌্য আমাদের এই প্রচেষ্টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top