ওয়াইফাই পাসওয়ার্ড বের করার ৭ নিয়ম | কিভাবে wifi password জানা যায়

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম : wifi যা কিনা তারের পরিবর্তনে রেডিও ফ্রিকোয়েন্সী সংকেত ব্যবহার করে আমাদেরকে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। তারবিহীন এ প্রযুক্তিই wifi  বা wireless fidelity নামে পরিচিত। 

  • কিভাবে wifi password জানা যায়?
  • ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়?
  • কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নিবেন
  • কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানার উপায়
  • ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সফটওয়্যার
  • সেভ থাকা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়
  • ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
  • wifi পাসওয়ার্ড বের করার নিয়ম
  • wifi password কিভাবে বের করবো?

উপরে উল্লেখিত যেকোনো একটি প্রশ্ন যদি আপনার মনেও থেকে থাকে, তবে আর্টিকেলটি আপনার জন্যই। এখানে আমরা আপনার ‘kivabe wifi password ber korbo’ প্রশ্নের ৭টি উপায় বা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম দেখানোর চেষ্টা করবো ইন-শা-আল্লাহ।

রেডিও তরঙ্গ ব্যবহার করে যেকোনো ডিভাইসের সাথে সিগনাল প্রেরণ ও গ্রহণের মাধ্যমে এটি ইন্টারনেট সেবা সরবরাহ করে থাকে। আপনি চাইলে দুইভাবে ইন্টারনেট এক্সেস করতে পারবেন:

  • মোবাইল ইন্টারনেট সরবরাহকারীর wifi এর মাধ্যম, এবং
  • wifi রাউটার নামক একটি ডিভাইসের মাধ্যমে

পার্সোনাল wifi ব্যবহারের ক্ষেত্রে অন্য যেকেউ যেন তার পারমিশন ছাড়া তা ব্যবহার করতে বা ইন্টারনেট এক্সেস করতে না পারে সেজন্য একটি password ব্যবহার করা হয়। wifi এর password শুধুমাত্র ব্যবহার করা হয় সেফটির জন্য।

বিভিন্ন কারণেই আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম জানার প্রয়োজন হয়। তাই আপনার সমস্যা লাঘব করতেই আমাদের আজকের আয়োজনে থাকছে কিভাবে wifi password জানা যায় ।

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম | How to Know WiFi Password

অ্যান্ড্রয়েড বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে wifi password জানা, দেখা বা বের করা যায় তা নিয়েই জানবো। তবে, আর্টিকেলটি অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড বের করা শেখানো উদ্দেশ্যে নয়।

আমরা প্রায়শই গ্রুপ করে ওয়াইফাই কানেকশান নেই। সবাইকে হয়তো পাসওয়ার্ড জানানো হয় না, নির্দিষ্ট ডিভাইসে কানেক্ট করে দেওয়া হয়।

কিংবা আপনি পাসওয়ার্ড জানতেন, এখন ভুলে গেছেন। এখন অন্য ডিভাইসে কানেক্ট করতে হলে পুনরায় পাসওয়ার্ড নেওয়ার জন্য কাউকে বলাটা হয়তো আপনার জন্য সহজ নয়।

এমন অবস্থায় আপনার এক ডিভাইসে সেভ থাকা ওয়াই ফাই পাসওয়ার্ড দেখে নিলেই সমস্যা মিটে যায়।

অর্থাৎ, অন্যের wifi password দেখতে নয়, শুধুমাত্র নিজের প্রয়োজনে আপনার এক্সেস থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানার জন্যই এই নিয়মগুলো ব্যবহার করবেন। চলুন কিভাবে কিভাবে wifi password জানা যায় তা দেখে নেওয়া যাক।

আরো পড়ুন:  রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় (TP, D, NETGEAR)

১. মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

আপনি যে বন্ধুর থেকে তার wifi  password টি মোবাইলে সেট করে নিলেন কিন্তু password টি জানতে চাওয়া সত্ত্বেও আপনার বন্ধু আপনাকে বলতে না চাইলে এই টিপসটির মাধ্যমে আপনার বন্ধুকে তার wifi password টি তাকে শুনিয়ে চমকে দিতে পারেন।

তবে এই পদ্ধতিতে ওয়াফাই পাসওয়ার্ড জানার জন্য আপনার মোবাইলটি রুট করা থাকতে হবে। অন্যথায় এই উপায়ে মোবাইলে Wifi password বের করা সম্ভব হবেনা। 

রুট করা মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম :

  • প্রথম আপনার মোবাইলটি রুট করা না থাকলে রুট করে নিতে হবে। এজন্য আপনি kingo root নামক অ্যাপটি ডাউনলোড করতে পারেন। অ্যাপটি ইনস্টলের পরে ওপেন করলে one click root নামক একটি অপশনে ক্লিক করলেই আপনার মোবাইলটি রুট হয়ে যাবে।
  • রুট করা হয়ে গেলে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে file explorer root browser নামক অ্যাপটি ইনস্টল করুন।
  • অ্যাপটি ওপেন করে উপরের বাম দিকে তিনটি ডট এর চিহ্নটিতে ক্লিক করে root dictionary অপশনটি ওপেন করুন। 
  • অপশনটি ওপেন হলে নিচের দিকে data নামক ফোল্ডারটিতে ক্লিক করুন। 
  • misc নামক একটি অপশন পাবেন সেটা ওপেন করুন।
  • কিছু ফাইল দেখতে পাবেন তার মাঝে wifi লেখা ফাইলটি ওপেন করুন। 
  • wifi ফাইলটির নিচের দিকে wpa_supplicant.conf নামক ফাইল দেখতে পাবেন। ফাইলটি ওপেন করলে নিচের দিকে wifi এর username ও password খুঁজে পাবেন।

সাধারণত কোনো মোবাইলই রুট করা থাকে না, যার ফলে এসব ফাইল খুঁজে পাওয়া যায় না। আপনি এই পদ্ধতির মাধ্যমে আপনার মোবাইলে যেসব wifi কানেক্ট করা আছে সেই সব গুলোর password সহজেই জানতে পারবেন। 

২. QR code এর দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

আপনি চাইলে মোবাইলে QR code দ্বারা আপনার wifi এর password টি জানতে পারেন। QR code এর দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম :

1. মোবাইলের সেটিংসে Wifi অপশনটিতে গিয়ে যে wifi এর সাথে কানেক্ট আছেন সেটি কিছু সময় ট্যাপ করে ধরে থাকুন।

2. ট্যাপ করে ধরে রাখার একটু পর আপনি সেখানে একটি QR code দেখতে পারবেন। কোডটির একটি স্ক্রিনশট নিয়ে নিন।

3. স্ক্রিনশটটি থেকে শুধু QR code টি ক্রপ করে নিন।

4. এবার zxing.org নামক ওয়েবসাইটটি ওপেন করুন। 

5. সেখানে একটি বক্সে upload a file নামক অপশন পাবেন। মাঝে choose file এ ক্লিক করে আপনি যে QR code টি ক্রপ করে রেখেছিলেন সেটা সিলেক্ট করুন।

6. বক্সের শেষে submit অপশনে ক্লিক করলে একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনি আপনার wifi password টিও জানতে পারবেন।

৩. পিসিতে সেভ থাকা কিভাবে wifi password জানা যায়?

কম্পিউটারে কিভাবে জানবেন আপনার ল্যাপটপে কানেক্ট থাকা wifi password টি।  চলুন জেনে নেই-

আরো পড়ুন:  লোডশেডিং হলেও ইন্টারনেট (ওয়াইফাই) কানেকশন বন্ধ হবে না

1. উইন্ডোজ সার্চবারে run লিখে সার্চ করে সেটি ওপেন করুন। 

2. কমান্ড বক্সে  ncpa.cpl লিখে ok তে ক্লিক করুন। 

3. একটি লিস্টে দেখতে পাবেন যেখানে কতগুলো কানেক্টেড wifi বা নেটওয়ার্কের সাথে আপনার ল্যাপটপ বা পিসিটি সংযুক্ত আছে।  সেখান থেকে আপনার কাঙ্খিত নেটওয়ার্কের password টি জানতে সে wifi টিতে ডাবল ক্লিক করুন।

কিভাবে wifi password জানা যায়

4. এরপর wireless properties নামক অপশনটিতে ক্লিক করুন। 

5. নতুন একটি ইন্টারফেস এর security নামক অপশনে ক্লিক করুন । 

6. security ওপেন হলে আপনি সেখানে আপনার কাঙ্খিত wifi এর password টি জানতে পারবেন খুব সহজেই। 

৪. ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সফটওয়্যার

বর্তমানে আমাদের বিভিন্ন সেবা প্রদানের জন্য অনেক অ্যাপ বের হয়েছে। ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্যও বিভিন্ন সফটওয়্যার কাজ করছে। চলুন জেনে আসি কিভাবে এটি কাজ করে –

1. প্লে স্টোর থেকে router setup page নামক অ্যাপটি ইন্সটল করুন।  

2. অ্যাপটি ওপেন করলে কিছু টার্ম আসবে যেগুলো আপনাকে এগ্রি বা সম্মতি দিতে হবে।  এগুলো হয়ে গেলে একটি পেইজে আপনার ডিভাইসে কানেক্টেড wifi সম্পর্কে কিছু তথ্য দেখতে পাবেন। 

3. উপরের দিকে press to update এ ক্লিক করলে আপনার ডিভাইসের সাথে যে নেটওয়ার্ক বা wifi টি কানেক্ট করতে চাইছেন তার IP address দেখতে পারবেন। 

4. IP address টির নিচে open router page লেখাটি দেখতে পাবেন সেটি  ক্লিক করলে আপনার কাছে username ও password খুজবে। সেখানে দুটিতেই ছোট অক্ষরে ‘admin’ লিখে লগইন করুন। 

5. উপরের দিকে তিনটি ডট এর অপশন টি ক্লিক করে সেখানে wireless settings বা wireless security নামক অপশনে ক্লিক করুন। 

এর মাধ্যমেই আপনি যে wifi password টি জানতে চাইছেন তা দেখতে পারবেন। 

৫. কম্পিউটারে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

সব থেকে সহজ উপায় হল কম্পিউটারের সেভ করে রাখা wifi এর password টি জানা। আপনি এ পদ্ধতিটি যদি না জেনে থাকেন তবে এখনই জেনে নিন এবং ব্যবহার করে দেখুন।

1. আপনার ডেক্সটপে wifi icon এ ক্লিক করে network and internet settings নামক অপশনে ক্লিক করুন। 

2. এরপর status এর নিচে wifi লেখাটিতে ক্লিক করুন। 

3. এরপরে  ডানদিকে change adapter options এ ক্লিক করে change adapter অপশনটিতে ক্লিক করুন।

4. change adapter এ গেলে wifi নামক একটি অপশন পাবেন। ডাবল ক্লিক করে সেটি ওপেন করুন 

5. wifi এর properties এর মাধ্যমে security তে প্রবেশ করুন।

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সফটওয়্যার

6. change character নামক একটি বক্সে ক্লিক করলে আপনার কাঙ্খিত wifi password টি দেখতে পারবেন 

7. ক্লিক করার সাথে সাথে আপনি যে wifi password টি জানতে বা দেখতে চাচ্ছেন তা সহজে জানতে বা দেখতে পারবেন। 

৬. রাউটারের সাথে কানেক্ট করে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

মোবাইলের মাধ্যমে আপনি সরাসরি রাউটারের সাথে কানেক্ট হয়ে থাকলে সে wifi এর password টি জানতে পারবেন সহজেই। এর জন্য আপনাকে যা করতে হবে –

আরো পড়ুন:  লোডশেডিং হলেও ইন্টারনেট (ওয়াইফাই) কানেকশন বন্ধ হবে না

মোবাইলের সেটিংসে Wifi অপশনটিতে গিয়ে আপনি যে wifi এর সাথে কানেক্ট আছেন সেটি  ট্যাপ করুন বা নেটওয়ার্কটির পাশে থাকা (>) চিহ্নটিতে ক্লিক করুন।
এরপরের অপশনটি আপনাদের মোবাইলে ২ ভাবে থাকতে পারে। আপনাদের সুবিধার জন্য ২টি উপায়ই বলে দেয়া হচ্ছে।

  • ট্যাপ করার পরে আপনি সেখানে modify network এ ক্লিক করে show advanced নামক অপশনে গেলে DHCP নামক একটি অপশন পাবেন। অপশনটিতে ক্লিক করে তাকে static করে দিন।

অথবা

  • ট্যাপ করার পরে আপনি অনেক গুলো তথ্যের সাথে IP settings নামক অপশনটিতে গেলে DHCP কে পরিবর্তন করে Static করে দিন
  • static করলে নিচে router বা gateway নামক অপশন এ যে address টি দেয়া থাকবে তা হচ্ছে আপনার router এ লগইন এর address। address টি কপি করে গুগলে এক্সেস করলে তার লগইন এর পেইজটি শো করবে।

এরপর ৭ নং পদ্ধতির মাধ্যমে আপনি আপনার মোবাইলটিকে রাউটারের সাথে সরাসরি কানেক্ট করতে পারবেন।

৭.  রাউটার এ লগইন করে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

কম্পিউটার বা মোবাইল দ্বারা আপনি এ পদ্ধতির মাধ্যমে সরাসরি রাউটার এ লগইন করে কাঙ্খিত wifi password টি জানতে পারবেন।

যা করতে হবে –

  • মোবাইলের ক্ষেত্রে মিনি ব্রাউজার ছাড়া আপনার কম্পিউটার বা মোবাইলে অন্য যেকোন একটি ব্রাউজার ওপেন করুন। 
  • সেখানে 192.168.0.1 বা 192.168.1.1 বা 192.168.2.1  বা 10.0.0.1 লিখে সার্চ করুন দেখবেন আপনার রাউটার লগইন পেজটি ওপেন হবে। 

সাধারণত বেশির ভাগ মানুষই TP link রাউটারটি ব্যবহার করে থাকে তাদের জন্য 192.168.0.1 এ এড্রেসটি লিখে সার্চ করলেই লগইন পেজটি পেয়ে যাবেন।

আপনি যদি অন্য কোন রাউটার ব্যবহার করে থাকেন তবে উপরে যে অন্য তিনটি এড্রেস দেয়া আছে সেগুলো লিখে চেষ্টা করুন আশা করি আপনাদেরও লগইন পেজটি খুঁজে পাবেন। 

  • লগইন পেজটি ওপেন হলে সেখানে username ও password এর স্থানে admin লিখে লগইন করুন। 

(মনে রাখবেন দুটি বক্সেই অর্থাৎ username ও password দুটোতেই admin লিখতে হবে। লগইন না হলে বুঝতে হবে আপনি যে wifi এর রাউটারের সাথে কানেক্ট হতে চাচ্ছেন তার username ও password চেঞ্জ করে ফেলা হয়েছে। যা আপনার জন্য একটি দুঃখের বিষয় হবে কারণ, আপনি লগইন করতে না পারলে password টি দেখতেও পারবেন না)।

  • লগইন হয়ে গেলে বামদিকে Wireless 2.4GHz অপশনটির মাঝে wireless security তে ক্লিক করুন। 

অপশনটি ওপেন হলে wireless password নামে একটি বক্সে আপনার সেই কাঙ্খিত password টি পেয়ে যাবেন। 

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম নিয়ে শেষ কথা

কিভাবে wifi password জানা যায় সেবিষয়ে ৭টি উপায় বা পদ্ধতির কথা জানলাম। আমরা প্রায়ই wifi password হ্যাক করা যাবে কিনা বা অন্যের Wifi Password টি কিভাবে জানতে পারবো ইত্যাদি নানা বিষয়ে জানতে চাই। এখানে উল্লেখ করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম গুলোর মাধ্যমে আপনি Wifi Password টি জানার চেষ্টা  করতে পারেন এবং সেটা দুষ্টুমি বা মজার জন্য। 

তবে এটা বলে রাখা উচিত আপনি সহজে Wifi Password হ্যাক করতে পারবেন না কারণ এর সিকিউরিটি ব্যবস্থা এখন বেশ ভালো। তাছাড়া, ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাকিং একধরনের চুরি, যা পাপ।

তবুও আপনাকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম জানিয়ে রাখলাম, যেন আপনি আপনার wifi password টি ভুলে গেলে উপরে উল্লেখ করা যেকোন উপায়ে জেনে নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top